স্পোর্টস ডেস্কঃ দ্বিতীয় ম্যাচেও ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজার স্পিন বিষে কুপোকাত হলো অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই অজিদের ৬ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচে ১০ উইকেট ও ২৬ রান করে ম্যাচ সেরা হন জাদেজা। এই জয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জিতেছিলো ভারত।
সাবেক অস্ট্রেলীয় তারকা ম্যাথু হেইডেন ক্ষুব্ধ প্যাট কামিন্স-স্টিভেন স্মিথদের এমন হারে। নিজ দেশীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হেইডেন বলেন, ‘অস্ট্রেলিয়ার বিশ্বমানের তারকা ক্রিকেটাররা জেতার জন্য তো বটেই, হারার জন্যও সম্ভব সবকিছু করেছে।’
হেইডেন আরো বলেন, ‘দিনের শেষ কয়েক ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ভালোই করেছিল। স্কোরিং রেট ছিল দুর্দান্ত, ব্যাটসম্যানদের রক্ষণও ছিল চমৎকার। কিন্তু আজ আমরা যা দেখলাম, সেটা বিপর্যয়কর। আগ্রাসী খেলা খেলতে গিয়ে উল্টো বিপদ ডেকে এনেছে ব্যাটসম্যানরা।’
আগামী পহেলা মার্চ থেকে ইন্দোরে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া। এই টেস্টের ভেন্যু আগে নির্ধারণ করা হয়েছিল হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম। কিন্তু ম্যাচ আয়োজনের মতো অবস্থা না থাকায় তৃতীয় টেস্টের ভেন্যু সেখান থেকে সরানো হয় ইন্দোরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post