স্পোর্টস ডেস্কঃ বোলারদের নৈপুন্যে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া। গলে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনেই লঙ্কানদের ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় অজিরা। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৮ জুলাই।
সিরিজের দ্বিতীয় টেস্টের আগে বড় দুঃসংবাদ অস্ট্রেলিয়া দলে। অলরাউন্ডার অ্যাশটন অ্যাগার ছিটকে গেছেন চোটের কারণে। শনিবার এক বিবৃতিতে বাঁহাতি এই ক্রিকেটারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সাদা পোশাকে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে শেষবার খেলেছিলেন অ্যাগার। এবার প্রত্যাবর্তনের সুযোগ ছিল লঙ্কাদ্বীপে। কিন্তু চোটের কারণে লাল বলে খেলার অপেক্ষা বাড়ছে তার।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, সাইড স্ট্রেইনে চোট পেয়েছেন অ্যাগার। তার বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে জন হোলান্ডকে। ২০১৮ সালে সবশেষ অস্ট্রেলিয়া দলে খেলা এই স্পিনার সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে লঙ্কায় খেলেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০