স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন অ্যাশলে বার্টি। মেলবোর্নে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ৬-১, ৬-৩ গেমে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কিইসকে। প্রথমবারের মতো উঠেছেন ফাইনালে বার্টি।
শিরোপা জিততে পারলে ১৯৭৮ সালের ক্রিস ও‘নেলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এই গ্র্যান্ডস্ল্যামের শিরোপা জিতবেন বার্টি। ফাইনালে উঠার পর তিনি বলেছেন, ‘এটা অবিশ্বাস্য, দুর্দান্ত কিছু। আমি এই টুর্নামেন্টটাকে ভালোবাসি। অস্ট্রেলিয়া গ্ল্যান্ড স্ল্যামের দেশ। ঘরের মাঠে কোনো গ্র্যান্ডস্ল্যামের জন্য লড়াটা অবিশ্বাস্য কিছু।’
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেনে একটি সেটও হারেন নি বার্টি। এ বছরে এই নিয়ে টানা ১০টি ম্যাচ জিতলেন বিশ্বের এক নম্বর তারকা। ফাইনালে হারলেও তিনি এক নম্বরই থাকবেন র্যাঙ্কিংয়ে। তবে নিজের দেশে নিশ্চয়ই নিজের তৃতীয় স্ল্যাম (২০২০ সালে ফরাসি ওপেন এবং ২০২১ সালে উইম্বলডন জেতেন বার্টি) জিততে মরিয়া হবেন ২৬ বছর বয়সী তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০