স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে একটি ছোট্ট রেকর্ড গড়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঘরের মাঠে উইকেট শিকারীদের খাতায় তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নকে।
মিরপুরে শুক্রবার শেন ওয়ার্নকে পেছনে ফেলেছেন সাকিব। ঘরের মাঠে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেয়ার দৌড়ে ইংল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নিয়ে এই রেকর্ডে আরেক ধাপ এগিয়ে যান সাকিব। পরে আরেকটি উইকেট নিয়ে সংখ্যাটি ১৩৬ এ পরিণত করেন বাঁহাতি এই অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে ঘরের মাঠে সাকিবের উইকেটসংখ্যা ছিলো ১৩৪। তবু সমান সংখ্যক উইকেট নিয়েও এগিয়ে ছিলেন ওয়ার্ন।
এই তালিকায় সাকিবের সামনে আছেন আর মাত্র চারজন বোলার। স্পিনারের হিসাব করলে পাঁচ নম্বরে থাকা সাকিবের ওপরে কেবল একজন। সাবেক শ্রীলঙ্কান স্পিন জাদুকর ১৫৪ উইকেট নিয়ে সাকিবের ঠিক ওপরে অবস্থান করছেন। তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক। তার উইকেট সংখ্যা ১৯৩টি।
দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির উইকেটসংখ্যা ১৬৯টি। আরেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা ১৬০ উইকেট নিয়ে আছেন তিন নম্বরে। পরের জায়গাটি মুরালিধরনের। এরপরই বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ঘরের মাঠে উইকেট পাওয়ার হিসাবটা বাংলাদেশি বোলারদের মধ্যে করলে ১৩৬ উইকেট পাওয়া সাকিব সবার উপরে।
সাকিবের পরেই আছেন ১২৪ উইকেট নেয়া বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। পিছিয়ে নেই আরেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাকও। ঘরের মাঠে রাজ্জাকের উইকেট সংখ্যা ১২২টি। ৬০ উইকেট নেয়া ডান-হাতি পেসার রুবেল হোসেন আছেন চার নম্বরে। অনেক আগেই ক্রিকেটকে বিদায় বলা বাংলাদেশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক ৫৪ উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০