স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়া দলে করোনা হানা। প্রথমে লেগ স্পিনার অ্যাডাম জাম্পা আক্রান্ত হয়েছেন করোনায়। এবার আক্রান্ত হয়েছেন দলটির আরেক ক্রিকেটার ম্যাথু ওয়েড। তিন দিনের মধ্যে অস্ট্রেলিয়ার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোভিড পজিটিভ হলেন তিনি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৯ রানের বড় হার দেখেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ৪ ওভারে ৩৯ রান খরচ করে মাত্র ১ উইকেট নিতে পেরেছিলেন জাম্পা। পরের ম্যাচে অসুস্থ থাকার কারণে খেলতে পারেন নি তিনি।
তবে জাম্পা চাইলে খেলতে পারতে করোনা নিয়েও। মূলত আইসিসির নিয়মের কারণেই ক্রিকেটাররা এবার করোনা আক্রান্ত হয়েও খেলার সুযোগ পাচ্ছেন। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো করোনা নিয়ে খেলেছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার জর্জ ডকরেল। গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভ ম্যাচে অংশ নেন তিনি।
ওয়েডের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট। বৃহস্পতিবার তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড পজিটিভ হওয়ায় ম্যাচের আগের দিন অস্ট্রেলিয়ার ঐচ্ছিক অনুশীলনে ছিলেন না ওয়েড।
এদিকে ওয়েডের বিকল্প হিসেবে দলে সুযোগ পাওয়া জস ইংলিস আগেই হাতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার জায়গায় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে উইকেটের পেছনে দেখা যেতে পারে ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ কিংবা গ্লেন ম্যাক্সওয়েলকে।
বিশ্বকাপ শুরুর আগেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ আভাস দিয়েছিলেন, দলের প্রয়োজনে ডেভিড ওয়ার্নার কিংবা মিচেল স্টার্ক উইকেটকিপিং করবেন। তাছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকেও উইকেটের পেছনে দেখা যেতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০