স্পোর্টস ডেস্ক: নিরাপত্তার অজুহাতে গত বছর বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া। যুব বিশ্বকাপেও তাদের দল পাঠায়নি। তবে বাংলাদেশের নিরাপত্তায় আশ্বস্থ হয়ে ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করছে।
আর ঠিক এই সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেটের নিরাপত্তা প্রতিনিধি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষন করতে আসলেন। অস্ট্রেলিয়া দল নতুন সূচি অনুযায়ী আগামি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা।
সেই সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষন করতে ইংল্যান্ড সিরিজ চলাকালেই বাংলাদেশে নিরাপত্তা প্রতিনিধি পাঠালো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অতিথি দলগুলোকে কী ধরনের নিরাপত্তা দেয়া হচ্ছে তা খতিয়ে দেখতে ঢাকায় এসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তা প্রধান শন ক্যারল।
ইংল্যান্ড দলকে বাংলাদেশের দেওয়া নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে ঢাকায় আগমণ তার। অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর হওয়ার কথা ছিল গত বছরের অক্টোবরে। কিন্তু নিরাপত্তা ঝুঁকিকে কারণ হিসেবে দেখিয়ে দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ পিছিয়ে দেয় অস্ট্রেলিয়া।
ক্যারলের বাংলাদেশ সফরে আশাবাদী হচ্ছেন বিসিবির প্রধাননির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘এটা দারুণ ইঙ্গিত, এর মানে তারা আমাদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে জানতে চায় এবং আগামী বছরে সফরে আসার ব্যাপারে ইতিবাচক।’