স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে টস জিতল অজিরা। টস জিতে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান।
প্রথম ম্যাচে ঋষভ পন্তকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখল ভারত। তাঁর বদলে দীনেশ কার্তিককে প্রথম পছন্দের উইকেটকিপার হিসেবে মাঠে নামিয়েছে রোহিত শর্মার দল। দীর্ঘদিন পর স্কোয়াডে ফিরেই ম্যাচ খেলার সুযোগ পেলেন উমেশ যাদব। একাদশে নেই জাসপ্রিত বুমরাহ।
চোট সারিয়ে স্কোয়াডে ফেরা হার্ষাল প্যাটেল প্রথম ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছেন। তবে বুমরাহকে প্রথম ম্যাচে বসিয়ে রাখল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এদিকে অজি একাদশে সুযোগ পাওয়া ক্যামেরন গ্রিন খেলবেন ওপেনার হিসেবে।
ভারত একাদশঃ রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্ষাল প্যাটেল ও উমেশ যাদব।
অস্ট্রেলিয়া একাদশঃ অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, গ্লেন ম্য়াক্সওয়েল, জস ইংলিস, টিম ডেভিড, ম্য়াথিউ ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, ন্যাথন এলিস, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০