অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে ৩ স্পিনার দলে নিল শ্রীলঙ্কা

0
14

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বীপাক্ষিক সিরিজ এখন শেষের পথে। আগামী ৮ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। গলে সেই ম্যাচ শুরুর আগে ৩ ক্রিকেটারকে দলে নিল লঙ্কানরা। আর তারা ৩ জনই স্পিনার।

গল টেস্টের আগে তিন স্পিনার দুনিথ ওয়েলালাগে, লাকসিথা মানাসিংহে ও মহেশ থিকশানাকে দলে নেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই তিন জনেরই কারোর এখন পর্যন্ত অভিষেক হয়নি সাদা পোশাকের ক্রিকেটে।

মূলত দলে থাকা স্পিনার প্রবীণ জয়াবিক্রমা ছিটকে গিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। আর দল থেকে বাদ দেওয়া হয়েছে লাসিথ এম্বুলদেনিয়াকে। যার ফলে নতুন তিন স্পিনারের অন্তর্ভুক্তি করানো হয়েছে দলে। তিন জনই মূল দলের সাথে যুক্ত হয়েছেন সোমবার। এদের মধ্যে অন্তত দুজনের অভিষেক সিরিজের শেষ টেস্টে হবে বলে ধারণা করা হচ্ছে।

আর সেই ক্ষেত্রে এগিয়ে আছেন দুনিথ ও লাকসিথা। এর কারণ, যুব দলের সাবেক অধিনায়ক দুনিথ ওয়ানডেতে নিজের অভিষেক সিরিজে অজিদের বিপক্ষে দারুণ পারফর্মেন্স করেছেন। তারকা ক্রিকেটারদের ছাপিয়ে সিরিজের সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেন। এছাড়া প্রথম টেস্টে দলের সাথে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে ছিলেন।

এদিকে লাকসিথা অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে পারফর্ম করেন। দুটি চার দিনের ম্যাচে ২২ বছর বয়সী এই ক্রিকেটার শিকার করেন ১৩ উইকেট। সেই তুলনায় থিকশানার অভিষেকের সম্ভাবনা কমই। সাইড বেঞ্চেই থাকতে হতে পারে থাকে।

উল্লেখ্য, দুই ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এখন এগিয়ে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিয়ে সিরিজে লিড নেয় সফরকারীরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here