স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট পাড়ায় বেশ কয়েকদিন ধরেই আভাস মিলছিল। শেষ পর্যন্ত হলোও তাই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ সিরিজ খেলবে না দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকভাবে সিরিজের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে বিষয়টি।
২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা ছিল প্রোটিয়ার। ম্যাচের দিন-তারিখসহ, ভেন্যু সবকিছুই চূড়ান্ত ছিল। তবে বুধবার সিরিজটি বাতিলের ঘোষণা দেয় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। পরবর্তীতে সিরিজের স্বাগতিক দেশ সিএ নিশ্চিত করে বিষয়টি।
সিএ প্রধান নির্বাহি নিক হকলি এই প্রসঙ্গে বলেন, ‘খুবই দুঃখজনক যে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সিরিজটি খেলতে পারছে না।’
সিরিজ না হওয়ায় পূর্ণ পয়েন্ট পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। না খেলেই মূল্যবান ৩০ পয়েন্ট গিয়ে জড়ো হবে অজিদের পয়েন্ট টেবিলে। অপরদিকে হেলায় পয়েন্ট হারাবে প্রোটিয়ারা। কেননা সিরিজ পরবর্তীতে আয়োজনের আর সু্যোগ নেই। ২০২৩ সালের মে মাসের মধ্যেই শেষ করতে হবে সুপার লিগের অন্তর্ভুক্ত সব সিরিজ।
মূলত সিরিজটি দক্ষিণ আফ্রিকা বাতিল করেছে, ঘরোয়া টি-টোয়েন্টি আসরের জন্য। আগামী বছরের জানুয়ারিত নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সিএসএ। আর সেই টুর্নামেন্টের জন্যই মূলত সিরিজটি বাতিল করেছে প্রোটিয়ারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা