স্পোর্টস ডেস্ক: ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় গিয়ে ১০ দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
তবে নতুন যুক্ত হয়েছে সেখানে “বিগ ব্যাশ টুর্নামেন্ট” এর ২টি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবি একাদশ নামেই মাঠে নামবে বাংলাদেশ দল। আগামী ৯ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল, ১০ দিনের ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচ শেষে ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্য যাত্রা শুরু করবে টিম বাংলাদেশ।
২৬ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে টাইগারদের কিউই মিশন।
সেই দুটি দল তাদের ফেসবুক পেইজে এই খবর প্রকাশ করেছে।
প্রস্তুতি ম্যাচগুলো হবে টি-২০, বিসিবি একাদশ নামে বাংলাদেশ দল খেলতে নামবে।
সময়সূচী-
১৪ ডিসেম্বর: সিডনি সিক্সার vs বিসিবি একাদশ।
১৬ ডিসেম্বর: সিডনি থান্ডার vs বিসিবি একাদশ।