স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগেই সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে অস্ট্রেলিয়াকে। এবার লড়াই টেস্ট সিরিজের। এরই মধ্যে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
সম্প্রতি প্রোটিয়াদের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওয়ানডের পর এবার লড়াই করতে হবে টেস্টে।
বৃহস্পতিবার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়াকা) গ্রাউন্ডে প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায়।
পার্থ টেস্টের অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, শন মার্শ, উসমান খাজা, স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস, মিচেল মার্শ, পিটার নেভিল (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, পিটার সিডল, জস হ্যাজেলউড, নাথান লিওন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০