স্পোর্টস ডেস্ক:: ক্রিকেটে দুর্দান্ত সময় যাচ্ছে পাকিস্তানের। টি-২০ ক্রিকেটের দারুণ ফর্মে দলটি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টি-২০ র্যাংকিংয়ে তিন নম্বরে আছে বাবর আজমের দলটি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ সব ক্রিকেটার আছেন দলটিতে।
ব্যাটিংয়ে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের সঙ্গে শাহিনী শাহ আফ্রিদী, হারিস রউফ ও হাসান আলীদের মতো দারুণ কিছু বোলার আছেন পাকিস্তানের। অস্ট্রেলিয়ার কন্ডিশনে গত বছর খানেক থেকেও দারুণ খেলছে পাকিস্তান। অভিজ্ঞতায়ও তাই পিছিয়ে নেই।
সব মিলিয়ে আগামি টি-২০ বিশ্বকাপ জেতার বড় সুযোগ আছে পাকিস্তানের। দেশটির সাবেক তারকা ক্রিকেটার ওয়াকার ইউনুস মনে করছেন, আগামি বিশ্বকাপ জিতবে তারই দল। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। গত টি-২০ বিশ্বকাপেও দারুণ খেলেছে দলটি। দুর্দান্ত সব খেলা উপহার দিয়ে শেষ চারেও যায়। তবে শেষ মুহুর্তে অজি তারকা ম্যাথু ওয়েডের এক ঝড়ে পাকিস্তান ছিটকে পড়ে ফাইনালের মঞ্চ থেকে।
সাক্ষাৎকারে ওয়াকার ইউনুস বলেন ‘এবারের বিশ্বকাপে আমাদের দলের অনেক বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পিচগুলো সাধারণত ব্যাটিং বান্ধব হয়। আমাদের দলে অনেক ভালো ব্যাটার আছে, যারা এসব কন্ডিশনে অনেক ভালো খেলতে পারবে।’
নির্ভরযোগ্য বাবর-রিজওয়ানরা আছেন জানিয়ে তিনি বলেন, ‘টপঅর্ডারে বাবর নিশ্চিতভাবেই বড় ভূমিকা রাখবে। আমি মনে করি, সবসময় যে ভূমিকা রাখে বাবর, তা ধরে রাখবে। এরপর মোহাম্মদ রিজওয়ান অনেক দিন ধরেই ভালো খেলছে। আর আমাদের বোলিং আক্রমণও বিশ্বের অন্যতম সেরা।’
শাহিন শাহ আফ্রীদি ও হাসান আলীদের কথা স্মরণ করিয়ে দিয়ে ওয়াকার বলেন, ‘আমরা গত এক বছরে ছয়-সাত জন পেসারকে পরখ করে নিয়েছি এবং তারা সবাই দুর্দান্ত খেলছে। আমি মনে করি শাহিন ও হারিস রউফ মূল দায়িত্ব পালন করবে। আবার হাসান আলীর কথা ভুলে গেলেও চলবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০