অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালে ভেঙে পড়লো স্টেডিয়ামের গ্যালারি

0
14

স্পোর্টস ডেস্ক:: গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার টেস্ট। ম্যাচের দ্বিতীয় দিন সকালে গল স্টেডিয়ামের গ্যালারি ও  ব্রডকাস্টা রুম পড়ে ঝড়ের কবলে পড়ে। যদিও গ্যালারি ও ব্রডকাস্ট রুমটি ছিলো অস্থায়ী।

গলে দ্বিতীয় দিনের খেলা চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারী অস্ট্রেলিয়া ২৯ রানের লিড নিয়েছে। প্রথম ইনিংসে লঙ্কানদের ২১২ রানের জবাবে ৬ উইকেটে ২৪১ রান তুলেছে দলটি। ক্যামেরন গ্রিন হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়। সকালে মাঠেই আসে দু’দল। বৃষ্টির কারণে তখনো খেলা শুরু হয়নি। তার আগেই প্রচন্ড ঝড়ের কবলে পড়ে অস্থায়ী ভাবে তৈরি করা গ্যালারি ভেঙে পড়ে মাটিতে। একই সঙ্গে অস্থায়ী ভাবে তৈরি ব্রডকাস্টারদের রুমের ছাদও ঝড়ের কবলে উড়ে গেছে।

অস্থায়ী গ্যালারিতে টেস্টের প্রথম দিন অবশ্য ভিআইপি দর্শকেরা বসে ছিলেন। তবে দ্বিতীয় দিন বৃষ্টির সময় গ্যালারিতে কোনো দর্শক ছিলেন না। যার কারণে হতাহতের ঘটনা ঘটেনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here