স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে জয়রথ ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই জয় পেয়েছে তারা। শনিবার ওয়েস্ট হামকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। শুরুতে পিছিয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ম্যানচেস্টারের দলটি।
সিটির রক্ষণের ভুল কাজে লাগিয়ে ম্যাচে প্রথম গোলটা পায় ওয়েস্ট হাম। নিজেদের মাঠে জেমস ওয়ার্ড প্রস ম্যাচের ৩৬ মিনিটে হেডে গোল করেন। বিরতির পর বদলে যায় সিটির খেলার ধরন। তাতে সফলতা আসে প্রথম মিনিটেই। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেসের পাস দূরের পোস্ট দিয়ে বল ঠেলে সমতা আনেন জেরমি দোকু।
৭৬ মিনিটে আবারও আলভারেসের অ্যাসিস্ট থেকে গোল পায় সিটি। তার স্কুপ থেকে এগিয়ে দেওয়ার কাজটি করেন বের্নার্দো সিলভা। ৮৬ মিনিটে সিলভার পাসে তৃতীয় গোলটি আসে আর্লিং হালান্ডের পা থেকে। এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখল সিটি।
এদিকে এই ম্যাচ দিয়ে সিটির ডাগআউটে ফেরার হয়েছে দলটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার। পিঠের তীব্র ব্যথার কারণে জরুরী ভিত্তিতে নিজ দেশে গিয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। সেই অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন সাবেক এই বার্সেলোনা ফুটবলার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post