স্পোর্টস ডেস্কঃ ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে শুরু হতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। যুক্তরাষ্ট্রের ওরিগনে আসরটি চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আর সেই আসরে অংশ নিচ্ছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি ইমরানুর রহমান।
সিলেটের যুবক ইতিমধ্যেই টুর্নামেন্টে অংশ নিতে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। গেল ১২ জুলাই সেখানে পৌঁছান বাংলাদেশের এই দ্রুততম মানব। এবার অপেক্ষায় আছেন মাঠে নামার।
ইমরানুর ট্র্যাকে নামবেন শুক্রবার রাতে। বাংলাদেশ সময় শুক্রবার রাত দেড়টায় দৌড়াবেন তিনি। ১০০ মিটার স্প্রিন্টে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে। দেখার পালা সেখান থেকে কোনো সফলতা আনতে পারেন কিনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা