স্পোর্টস ডেস্কঃ লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিফাকে যোগ দিয়েছেন জর্ডান হেন্ডারসন। ৩৩ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার অ্যানফিল্ডের সাথে ১২ বছরের সম্পর্কের অবসান ঘটালেন। এই ক্লাবের হয়ে প্রায় সবকটি বড় শিরোপাই জয় করেছেন তিনি।
বিদায় বেলা হেন্ডারসন বলছেন, ‘এই ১২ বছরকে ভাষায় প্রকাশ করা কঠিন, আর বিদায় বলাটা আরও কঠিন। জেনে রেখো, মৃত্যুর আগপর্যন্ত আমি সব সময়ই একজন রেড। সবকিছুর জন্য ধন্যবাদ। লিভারপুলের ড্রেসিংরুমে শেষবারের মতো বসেছি। বুঝতেই পারছেন, আবেগ ভর করেছে। এই ক্লাবের একজন হতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো ও খারাপ সময়ে সমর্থন দেওয়ার জন্যও ধন্যবাদ। তোমরা কখনোই একা পথ চলবে না।’
হেন্ডারসন ২০১১ সালে যোগ দেন লিভারপুলে। সেই থেকে অ্যানফিল্ডের সঙ্গে তার বন্ধন ছিল অটুট। ৩০ বছরের খরা কাটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিভারপুলের লিগ শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। এই ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগও। নেতৃত্ব দিয়েছেন এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ে। ৬টি ভিন্ন শিরোপাজয়ী একমাত্র লিভারপুল অধিনায়ক তিনি। সব মিলিয়ে লিভারপুলের হয়ে ৪৯২ ম্যাচে মাঠে নেমেছেন হেন্ডারসন। গোল করেছেন ৩৩টি, গোলে সহায়তা করেছেন ৬১টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post