স্পোর্টস ডেস্কঃ আজ থেকে মাঠে গড়াচ্ছে এবারের অ্যাশেজ। এজবাস্টনে ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচ। এর আগে হয়েছে টস পর্ব। যেখানে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
অবসর ভেঙে ফিরে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের একাদশে ঢুকে পড়লেন মঈন আলী। এছাড়া এজবাস্টন টেস্টের একাদশে অনুমিতভাবেই ফিরেছেন দুই পেসার জেমস অ্যান্ডারসন ও অলিভার রবিনসন। অ্যান্ডারসন সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি চোটের কারণে।
মঈন আলী ২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন। এরপর তিনি সীমিত ওভারের ক্রিকেট খেলে যাচ্ছিলেন। কিন্তু অ্যাশেজ সিরিজের আগে ইংল্যান্ডের তারকা স্পিনার জ্যাক লিচ ইনজুরিতে পড়ায় তাদের একজন স্পিনার দলের জন্য জরুরি হয়ে পড়েছে। সেক্ষেত্রে মঈনকে একাদশে ফেরাল ইংল্যান্ড।
জ্যাক লিচ ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস ডেকে পাঠান মঈনকে। তারা দুজন এ বিষয় নিয়ে আলোচনা করেন। আর সেটি ফলপ্রসু হওয়ায় অ্যাশেজ সিরিজে জ্যাক লিচের বদলি খেলোয়াড় হিসেবে মঈন যুক্ত হয়েছিলেন টেস্ট স্কোয়াডে।
অবসর নেওয়ার আগ পর্যন্ত তিনি ইংল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছিলেন। ৩৬.৬৬ গড়ে উইকেট শিকার করেছিলেন ১৯৫টি। শুধু বল নয়, লোয়ার অর্ডারে ব্যাট হাতেও দারুণ অবদান রাখতে পারেন তিনি। রান করেছেন ২৯১৪টি।
ওপেনিংয়ে জ্যাক ক্রলি আর বেন ডাকেটের ওপরই আস্থা রেখেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টো সাতে আর আট নম্বরে ব্যাটিং করতে দেখা যাবে অভিজ্ঞ অলরাউন্ডার মঈনকে। এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা অস্ট্রেলিয়ার একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মিচেল স্টার্ক। তাঁর বদলে একাদশে জায়গা পেয়েছেন জশ হ্যাজেলউড।
ইংল্যান্ড একাদশ-
জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, অলিভার রবিনসন, জেমস অ্যান্ডারসন।
অস্ট্রেলিয়া একাদশ-
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, জশ হ্যাজলউড ও স্কট বোল্যান্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post