অ্যাশেজ খেলতে বোর্ডের অনুরোধ, অবসর ভেঙে টেস্টে ফিরছেন মঈন আলী

0
82

স্পোর্টস ডেস্ক:: ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মঈন আলীকে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফেরার অনুরোধ করেছে। ২০১৪ সালে ইংলিশদের হয়ে টেস্টে অভিষেক হওয়া মঈন আলী ২০২১ সালের শেষ দিকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান।

ইংলিশদের সাদা জার্সিতে ৬৪ টেস্টে ২৯১৪ রান করেছেন। পাঁচ সেঞ্চুরিও ছিলো। বল হাতে ১৯৫টি উইকেট শিকার করেন তিনি। দেশের হয়ে রঙিন পোশাকে আরো ভাল খেলতে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে খেলার জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।

অবসরের আগ পর্যন্তও ছিলেন দারুণ ফর্মে। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও সংক্ষিপ্ত ফরম্যাটে এখনো সেরাদের একজন তিনি। মঈন আলীকে তাই টেস্টে চাইছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি। স্পিন অলরাউন্ডারকে অ্যাশেজ সিরিজে খেলাতে চায় বোর্ড। সেজন্য প্রস্তাবও দিয়েছে অবসর ভেঙে ফিরে আসার জন্য।

ইংলিশ এই অলরাউন্ডারও বোর্ডের প্রস্তাব বিবেচনা করছেন। তিনি শীঘ্রই ফিরতে পারেন সাদা পোশাকে। ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মঈন আলী। সাক্ষাৎকরে ফেরার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে আমি মনে করছি আমি কিছু মিস করছি। আমার মনে হয়, আমি সেটা ফিরে পাচ্ছি। যখন টেস্ট খেলতাম, তখন মনে হতো সাদা বলে আমি অনেক ভালো করি। তবে এখন মনে করি লাল বলেও আমি ভালো করতে পারব। আমি সেই ছন্দ আবারও ফিরে পাব যদি টেস্ট খেলি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here