স্পোর্টস ডেস্কঃ শেষের দেরগোড়ায় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম আসর। একদিন পরই ফাইনাল। এর মধ্যে লাল-সবুজসহ ৫ রঙের বেল্টের জন্য এখন পর্যন্ত কারা দাবীদার তাদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। যেখানে আধিক্য ইংলিশ ক্রিকেটারদের।
অন্যান্য টুর্নামেন্টের চেয়ে ব্যতিক্রমী পুরষ্কার নিয়ে হাজির হয়েছে আইএল টি-টোয়েন্টি। এর মধ্যে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক সবুজ বেল্ট, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাদা বেল্ট, মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার লাল বেল্ট, মোস্ট ভ্যালুয়েবল আরব আমিরাত ক্রিকেটার নীল বেল্ট ও চ্যাম্পিয়ন দলের মালিক পাবেন কালো বেল্ট।
এর মধ্যে ৪৬৮ রান নিয়ে সবুজ বেল্টের রেসে এগিয়ে আছেন ডেজার্ট ভাইপার্সের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। তিনি ১১ ইনিংসে ১৫২.৪৪ স্ট্রাইক রেটে ৪৬৮ রান করেছেন। ১০ ইনিংসে ১৩৮.৪৩ স্ট্রাইক রেটে ৪২৫ রান করা গালফ জায়ান্টসের ইংলিশ তারকা জেমস ভিন্সও আছেন সেই দৌড়ে। আসরে এই দুই দলই খেলবে ফাইনাল।
সাদা বেল্ট নিয়ে লড়াই চলছে তিনজনের মধ্যে। ১৯ ও ১৮ উইকেট নিয়ে দৌড়ে এগিয়ে গালফ জায়ান্টসের ইংলিশ তারকা ক্রিস জর্ডান ও নামিবিয়ান ডেভিড ভিসে। আর ১৪ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন ডেজার্ট ভাইপার্সের ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টুর্নামেন্টের ভ্যালুয়েবল ক্রিকেটার হওয়ার দৌড়েও আছেন হেলস। আর আমিরাতের ভ্যালুয়েবল ক্রিকেটার হওয়ার দৌড়ে দেশটির অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। পরিস্থিতি অনুযায়ী কার্যকরী ইনিংস/বোলিংয়ের উপর ভিত্তি পয়েন্টের মাধ্যমে ভ্যালুয়েবল ক্রিকেটার নির্ধারণ করা হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post