আইএল টি-টোয়েন্টিতে খেলোয়াড় নিবন্ধনের সময় বাড়লো

0
70

স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগ (আইএল টি-টোয়েন্টি)। এই টুর্নামেন্টে খেলতে স্থানীয় খেলোয়াড়দের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২১ নভেম্বর অবধি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

এই প্রসঙ্গে ইসিবি সাধারণ সম্পাদক মোবাশ্বির ওসমানী বলেছেন, ‘স্থানীয় ক্রিকেট কমিনিউটির বিপুল আগ্রহ দেখার পর লিগ ম্যানেজম্যান্ট সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত আমরা প্রায় ৩০০ আগ্রহী ক্রিকেটার পেয়েছি। স্থানীয় ক্রিকেটার, তাদের অ্যাজেন্ট ও একাডেমিগুলো সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।’

মূলত আমিরাতের স্থানীয় ক্রিকেটারদের বিশ্বের সামনে তুলে ধরতে চায় এই টুর্নামেন্ট। তাই তাদের অংশগ্রহণকে জরুরি মনে করছে বোর্ড। আগ্রহী ক্রিকেটাররা চাইলে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে বেশ কয়েকটি দল দুবাইয়ে ট্রায়ালের আয়োজনও করেছে।

যেখানে অভিজ্ঞ কোচরা তাদের দলের জন্য খুঁজে নিয়েছেন প্রতিভা। ফ্র্যাঞ্চাইজিগুলো সব মিলিয়ে ২৪ জন আমিরাত ও ৮৪ জন বিদেশি ক্রিকেটার দলে নেবে। ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর কাজ শেষ। এবার স্থানীয় ক্রিকেটার নেওয়ার পালা।

মরুর বুকে অনুষ্ঠিত হতে যাওয়া নতুন এই টুর্নামেন্টে হবে মোট ৩৪টি ম্যাচ। দুবাই, আবুধাবি ও শারজাহের তিন ভেন্যুতে হবে এগুলো। এই টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো- আবুধাবি নাইট রাইডার্স, ডেসার্ট ভাইপার্স, দুবাই ক্যাপিটালস, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here