আইএল টি-টোয়েন্টিতে হেলসের প্রথম সেঞ্চুরিতে উড়ে গেলো আবুধাবি

0
76

স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) প্রথম সেঞ্চুরিয়ান ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার অ্যালেক্স হেলস। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আবুধাবি নাইট রাইডার্সকে উড়িয়ে দিয়েছে ডেজার্ট ভাইপার্স।

১১১ রানের বিশাল জয় পেয়েছে ডেজার্ট। ম্যাচসেরার পুরষ্কার পান হেলস তিন ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষে আছে ডেজার্ট। অন্যদিকে আবুধাবি একটি ম্যাচও জিতেনি এখন পর্যন্ত। দেখেছে টানা চার হার।

শুক্রবার রাতে আবুধাবিতে হেলসের সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান করে ডেজার্ট। ১১০ রান করে হেলস। ৫৯ বলে ৭টি চার ও ৬টি ছয়ের মারে সাজানো ছিল ইনিংস। মাত্র ৫২ বলে পূরণ করেন শতক। এর বাইরে ৪১ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৬ রান করেন কলিন মুনরো। এ দুজনের ব্যাটে চড়েই মূলত আবুধাবিকে ২২০ রানের লক্ষ্য দেয় ডেজার্ট। অবশ্য এর বাইরে শেরফানে রাদারফোর্ড ২৩ ও টম কারান ১৬ রানের ক্যামিও খেলেন।

আবুধাবির হয়ে ২ উইকেট নেন লাহিরু কুমারা। আন্দ্রে রাসেলের শিকার ১ উইকেট।

রান তাড়া করতে নেমে মাত্র ৫৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আবুধাবি। আন্দ্রে রাসেল কিছুটা চেষ্টা করেছিলেন। দারুণ ইনিংসও খেলেন। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ৫৭ রানের ক্যামিও। কিন্তু পাশে কাউকে পাননি। ধনাঞ্জয়া ডি সিলভা ১২ ও জাওয়ার ফরিদ ১১ রান করেন। এছাড়া আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। বিশাল রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫.১ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয় আবুধাবি।

ডেজার্টের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শেলডন কটরেল। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বেনি হাওয়েল ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here