স্পোর্টস ডেস্কঃ কিছুদিন আগেই শেষ হয়েছে ইন্ট্যারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) প্রথম আসর। সংযুক্ত আরব আমিরাতের এই নতুন ফ্র্যাঞ্চাইজি লিগের শিরোপা জিতে গালফ জায়ান্টস। এবার আগেভাগেই টুর্নামেন্টটির দ্বিতীয় আসর শুরুর সময়ক্ষণ জানিয়ে দিল আয়োজকরা।
সব ঠিক থাকলে ২০২৪ সালের ১৩ জানুয়ারি শুরু হবে আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। খুব শীগ্রই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবে আয়োজকরা। প্রথম আসরের মতোই ৩৪ ম্যাচের টুর্নামেন্ট হবে এই আসরও। ফাইনালসহ প্লে-অফের ৪টি ম্যাচ অন্তর্ভুক্ত এই ৩৪ ম্যাচের মধ্যে।
আইএল টি-টোয়েন্টি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর কারণ হিসেবে ধরা হচ্ছে, আগামী আসরেও অন্যান্য লিগের সাথে সাংঘর্ষিক সূচি থাকবে। কেননা একই সময় বিপিএল চলবে। এছাড়া এসএ টি-টোয়েন্টিও থাকবে। তাই আগেভাগেই সূচি ঘোষণা করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সমস্যাটা মুলত তৈরি হয়েছে বিদেশি ক্রিকেটার নিয়ে। আইএল টি-টোয়েন্টিতে বিদেশি ক্রিকেটার অনেক বেশি। ৯ জন বিদেশি কোটায় খেলেন একাদশে। সেক্ষেত্রে এত ক্রিকেটার পাওয়া কষ্টসাধ্য। অন্যান্য লিগে ৪ জন সর্বোচ্চ বিদেশি খেলেন। তাই আগেভাগেই টুর্নামেন্টের সূচি করলে ফ্র্যাঞ্চাইজিদের বিদেশি পেতে সুবিধা। যদিও বিপিএল ও এসএ টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টও একই পথে হাঁটছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post