আইএল টি-টোয়েন্টি খেলতে মুখিয়ে আমিরাতের ক্রিকেটাররা

0
102

স্পোর্টস ডেস্কঃ দিন কয়েক শুরু হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটারদের পাশাপাশি আরব আমিরাতের ক্রিকেটারদের বেড়ে ওঠার জন্য যা কিনা দারুণ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। কেননা সেখানে খেলবে ক্রিকেট বিশ্বের সব তারকারা।

আর এই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন আমিরাতের স্থানীয় ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম ব্যাটার চিরাগ সুরি ও বাঁহাতি স্পিনার যশ গিয়ান্নি। দুজনই মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। আর দুজনই খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। যেটির মালিক, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস।

চিরাগ সুরি বলেন, ‘যখন আমাকে দুবাই ক্যাপিটালস দলে নিলো, আমার স্বর্গীয় অনুভূতি হয়েছে। আমার জন্ম দিল্লিতে, এখন আমি খেলব দুবাই ক্যাপিটালসে। যেটির মালিক আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস। তাই আমাকে এটা অনেক অর্থবহ করে তুলেছে।’

এদিকে গেল বছর যুব বিশ্বকাপ খেলা তরুণ স্পিনার যশ বলেন, ‘যখন আমি শুনলাম আমাকে দুবাই ক্যাপিটালস দলে নিয়েছে, আমার এটা মেনে নিতে সময় লেগেছে। আমি সত্যিকার অর্থে অনেক খুশি হয়েছি, যখন আমি জানতে পেরেছি।’

উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি থেকে পর্দা উঠবে আইএল টি-টোয়েন্টির। আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here