আইচের ১৪৭, দিপুর ৯৩ রানে বড় সংগ্রহ বাংলাদেশ এইচপি দলের

0
64

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা এইচপি দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ এইচপি দল। ডাম্বুলায় বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৪৭২ রান সংগ্রহ করেছে তারা। আইচ মোল্লা ব্যাট হাতে তুলে নিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। লঙ্কানদের বিপক্ষে ১৪৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

আইচ মোল্লা ৭৪ ও মাহমুদুল হাসান জয় ৪৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করেন। জয় আউট হন ৬৬ রান করে। এরপর দীপুর সঙ্গে বড় জুটি গড়েন আইচ। দীপু ১৫৬ বলে ৬ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন। আইচ মোল্লা ১৪৭ রানের চমৎকার ইনিংস খেলেন ২৯৯ বলে। ১৯টি চার আসে তার ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে আবদুল্লাহ আল মামুন ২৬ ও প্রীতম কুমার ৪৪ রান করেন। উদ্বোধনী ব্যাটার প্রান্তিক নওরোজের ব্যাট থেকে প্রথম দিন আসে ৪১ রান। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন ৪৪ রানে অপরাজিত থাকা প্রীতমের সাথে ব্যাট করতে নামবেন রিপন মণ্ডল। লঙ্কানদের মধ্যে ইশান মালিঙ্গা ৩টি ও নিপুন প্রেমারত্নে ২টি উইকেট নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here