স্পোর্টস ডেস্কঃ নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ভিসা বাতিল করে নাটকীয়ভাবে তাকে বিমানবন্দরে আটকে দেয় অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া ওপেনে খেলার সুযোগ দিতে টিকার বাধ্যবাধকতা শিথিল করে জোকোভিচকে ভিসা দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।
অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করলেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা জোকোভিচ। তার ভিসা যাতে অনুমোদন করা হয় ও তাকে যেন দেশে ফেরত না পাঠানো হয় সে আবেদন করেছেন জোকোভিচের আইনজীবী। এ মুহূর্তে মেলবোর্নেই আইসোলেশনে রয়েছেন বিশ্বের নাম্বার ওয়ান টেনিস তারকা।
‘দ্য এইজ’ সংবাদপত্র জানিয়েছে, বৃহস্পতিবারই ফেডেরাল সার্কিট কোর্টের দ্বারস্থ হয়েছেন জোকোভিচের আইনজীবী। আদালত আইনজীবীকে জোকোভিচের পক্ষে প্রমান জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
জোকোভিচের আইনজীবী জানান, অস্ট্রেলিয়া সরকার সুনানির আগে পর্যন্ত তাকে দেশ থেকে বের করে দিচ্ছে না। সুতরাং, গোটা সপ্তাহ তাকে কাটাতে হবে হোটেলেই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০