স্পোর্টস ডেস্কঃ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে দারুণ জয় পায় কলকাতা নাইট রাইডার্স। নিজেদের অষ্টম ম্যাচে বুধবার ২১ রানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতার ৫ উইকেটে ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালোর নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানে থামে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় কলকাতা। জেসন রয় ও নারায়ণ জগদিশান যোগ করেন ৮৩ রান। মাত্র ২৯ বলে ৫৬ করেন রয়। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও জরিমানা গুনতে হল এই ইংলিশ ওপেনারকে। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে আইপিএল কতৃপক্ষ।
মূলত আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.২ ধারা ভঙ্গের দায়ে রয়কে অভিযুক্ত করা হয়। এরপর তিনি দোষ স্বীকার করে নিলে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। রয়কে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।
এইপিএল কতৃপক্ষ বিবৃতিতে বলেছে, ‘কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার জেসন রয়কে কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ অর্থ জরিমানা করা হল। রয় ২.২ ধারার লেভেল-১ এ আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post