স্পোর্টস ডেস্কঃ ইঙ্গিত দিয়েছিলেন আগেই, এবার দিয়ে দিলেন আনুষ্ঠানিকভাবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দীনেশ কার্তিক। এই উইকেটরক্ষক ব্যাটার আনুষ্ঠানিকভাবে বুধবার আইপিএলকে একেবারে বিদায় বলে দেন। যদিও পেশাদার ক্রিকেট থেকে এখনই সরে যাচ্ছেন কি-না, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বুধবার রাতে আইপিএলের এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে সেই ম্যাচে ৪ উইকেটে হেরে আরও একবার খালি হাতেই আসর থেকে বিদায় নিতে হয়েছে ব্যাঙ্গালুরুকে। আর এই ম্যাচের মধ্য দিয়ে ১৭ বছরের আইপিএল ক্যারিয়ারেরও ইতি টানেন দীনেশ কার্তিক।
কার্তিককে মাঠের মধ্যেই বিদায় জানান বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিসরাও। এসময় গার্ড অব অনারও প্রদান করা হয় কার্তিককে। পরবর্তীতে সমর্থকদের কাছ থেকেও হাত নেড়ে বিদায় নেন এই তারকা ক্রিকেটার। এবারের আসরটাও দারুণ কাটিয়েছেন। কিপিং গ্লাভস হাতে যেমন ছিলেন দুর্দান্ত, তেমনই ছিলেন ব্যাট হাতেও। লোয়ার অর্ডারে ফিনিশিং রোলে ব্যাট করতে নেমে ১৮৭.৩৫ স্ট্রাইক রেটে ৩২৬ রান করেছেন ১৩ ইনিংসে। ক্যারিয়ারের শেষ আইপিএলে ম্যাচে অবশ্য ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ১৩ বলে ১১ রান করেছেন মাত্র।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে দিল্লি ক্যাপিটালস (পূর্বের দিল্লি ডেয়ারডেভিলস) দলে নাম লেখান কার্তিক। এরপর পাঞ্জাব কিংস (পূর্বের কিংস ইলিভেন পাঞ্জাব), মুম্বাই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠ মাতান। ৬ দলের হয়ে খেলে ১৭ বছরের আইপিএল ক্যারিয়ারে ৪৮৪২ রান করেছেন সর্বমোট। ২৫৭ ম্যাচের ক্যারিয়ারে আছে ২২টি হাফ সেঞ্চুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post