স্পোর্টস ডেস্কঃ দীপক চাহার দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন। চোটের কারণে আইপিএলের গত আসরে খেলা হয়নি তার। তবে আগামী মার্চের শেষদিকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসর শুরুর আগে ফিরছেন তিনি।
আইপিএল দিয়েই ফিরতে আশাবাদী চাহার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমার ফিটনেস নিয়ে গত দুই-তিন মাস ধরে কঠোর পরিশ্রম করেছি। আমি সম্পূর্ণ ফিট এবং আইপিএলের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।’
চাহার আরো বলেন, ‘আমার দু’টো বড় চোট ছিল। একটি স্ট্রেস ফ্রেকচার ও অপরটি কোয়াড গ্রেড থ্রি টিয়ার। সত্যিই বড় চোট ছিল সেগুলো। চার মাস মাঠের বাইরে থাকার পর খেলায় ফেরা কঠিন। বিশেষ করে পেস বোলারদের জন্য। আমি ব্যাটার হলে অনেক আগেই ফিরতাম মাঠে।’
২০১৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে খেলছেন চাহার। ৬৩ ম্যাচে ৫৯ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। আসন্ন আসরেও তাঁর ওপর বড় প্রত্যাশা চেন্নাইয়ের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post