স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের পুঁজি এখন সানরাইজার্স হায়দরাবাদের। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৮৭ রান করেছে তারা। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ট্রাভিস হেডের সেঞ্চুরির পর ঝোড়ো ব্যাট করেছেন এইডেন মার্করাম-হেইনরিখ ক্লাসেন-আব্দুল সামাদরা।
দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড হায়দরাবাদকে উড়ন্ত সূচনা এনে দেয়। ওপেনিং জুটি থেকে আসে ১০৮ রান। অভিষেক ৩৪ রানে আউট হলেও অপরপ্রান্তে থাকা হেডের ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকে। প্রোটিয়া ব্যাটার ক্লাসেনকে নিয়ে এগোতে থাকেন তিনি। মাত্র ৩৯ বলে শতক হাঁকিয়ে চলতি আইপিএলের দ্রুততম সেঞ্চুরিও করেন হেড।
হেডের শতক চলতি আইপিএলে সবচেয়ে দ্রুততম হলেও, আইপিএলের ইতিহাসে এটি চতুর্থ দ্রুততম। তবে হেড বেশিদূর যেতে পারেননি। ৪১ বলে ১০২ রানে থামে তার ইনিংস। হেড আউট হওয়ার পর তাণ্ডব চালান ক্লাসেন। ২৩ বলে অর্ধশতক হাঁকান এই প্রোটিয়া ব্যাটসম্যান। ৩১ বলে ৬৭ রান করে আউট হন তিনি। শেষ দিকে মারকামের ১৭ বলে অপরাজিত ৩২ এবং আব্দুল শামাদের ১০ বলে অপরাজিত ৩৭ রানের উপর ভর করে ২৮৭ রানের পাহাড়সম পুঁজি পায় হায়দ্রাবাদ। বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে সফল বলার ছিলেন লকি ফার্গুসন। ৪ ওভারে ৫২ রান খরচায় ২ উইকেট পেয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post