স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পর্দা উঠল আজ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে শিরোপাধারী গুজরাট টাইটান্স। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। শুক্রবার আসরের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতোমধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে। দুই ঘণ্টাব্যাপী চলা অনুষ্ঠান মাতিয়েছেন বলিউডের একাধিক তারকারা। এরপর হয়েছে টস। যেখানে টস হেরেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
এবারের আইপিএল প্রায় দুই মাস লম্বা। এ টুর্নামেন্টে ১০টি দল ভারতের ১২টি ভেন্যুতে মোট ৭৪টি ম্যাচ খেলবে।২১ মে গ্রুপ পর্ব শেষে অপেক্ষা প্লে-অফ পর্বের জন্য। দুটি কোয়ালিফাইয়ার ও একটি এলিমিনেটর শেষে ফাইনাল হবে ২৮ মে। উদ্বোধনী ম্যাচের ভেন্যুতে হবে ফাইনাল। অর্থাৎ আহমেদাবাদকে ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণকারী ১০ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে ৫টি করে দল। প্রতিটি দল লিগ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে। এর মধ্যে নিজ গ্রুপের ৪ দলের বিপক্ষে একটি করে মোট ৪টি ম্যাচ। আর অন্য গ্রুপের ৫ দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে মোট ১০টি ম্যাচ। প্রতিটি জয়ের জন্য ২ পয়েন্ট আর ড্র বা ফলহীন ম্যাচের জন্য ১ পয়েন্ট।
গুজরাট টাইটান্স একাদশঃ ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, কেন উইলিয়ামসন, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, জোশুয়া লিটল, যশ দয়াল ও আলজারি জোসেফ।
চেন্নাই সুপার কিংস একাদশঃ ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মঈন আলি, বেন স্টোকস, আম্বাতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মিচেল স্যান্টনার, দীপক চাহার ও রাজবর্ধন হ্যাঙ্গারগেকর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post