আইপিএলের এনওসি পাওয়ার ব্যাপারে মুখ খুললেন সাকিব

0
92

স্পোর্টস ডেস্কঃ শুক্রবার থেকে শুরু হয়েছে আইপিএলের এবারের মৌসুম। তবে আসরের শুরু থেকে টুর্নামেন্টে যোগ দিতে পারেন নি বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাস। দুই তারকা ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল। দুজনকে ছাড়া শনিবার মাঠে নামা কলকাতা হেরে যায় পাঞ্জাব কিংসের বিপক্ষে। মূলত আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন সময়ে ছুটি পাবেন না তারা, এমনটা আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর শেষ পর্যন্ত সেটিই হয়েছে। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে আইপিএলে যোগ দিতে পারবেন সাকিব-লিটন।

দেরিতে এনওসি পাওয়া প্রসঙ্গে সাকিব এতোদিন ছিলেন চুপ, আজ খুলেছেন মুখ। জানালেন কেন তিনি এখনও আইপিএলে যেতে পারেননি। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘বোর্ড থেকে আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি এলাউ করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

এদিকে সাকিব-লিটন এখনো এনওসি না পেলেও, পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস মাঠে নামার কয়েক ঘণ্টা আগে তাকে তড়িঘড়ি করে চার্টার্ড বিমানে নিয়ে যাওয়া হয় ভারতে। যদিও দিল্লির প্রথম ম্যাচে স্কোয়াডে রাখা হয়নি তাকে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটিও জেতা হয় নি দিল্লির। বড় হারে আইপিএল শুরু করেছে ডেভিড ওয়ার্নারের দল। 

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here