নিজস্ব প্রতিবেদকঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে পৌঁছেছেন লিটন দাস। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার কলকাতা নাইট রাইডার্সের হয়ে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে রোববার ভারতের উদ্দেশ্যে রওনা দেন।
লিটন ইতোমধ্যেই কলকাতা শিবিরে যোগ দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে। যেখানে কেকেআর শিবির থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে লিটন দাস পৌঁছে গেছেন। বলার অপেক্ষা রাখে দলটি উচ্ছ্বসিত।
আইপিএলে যাওয়ার আগে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে ফেরার সময়সূচি বেধে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও বিসিবি কাছ থেকে দুই দিন ছুটি বাড়িয়ে ৫ মে দলের সঙ্গে ইংল্যান্ডে সরাসরি যোগ দেবেন লিটন, তবে মুস্তাফিজ যোগ দেবেন সময় মতই।
আয়ারল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প হবে সিলেটে। আগামী ২৬ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে জাতীয় দলের ৩ দিনের প্রস্তুতি ক্যাম্প। এ প্রসঙ্গে বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেন, ‘আমরা ইংল্যান্ডে যাওয়ার আগে সিলেটে ৩ দিনের ক্যাম্প করব। মূলত চান্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেটের উইকেট আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে বড় সাহায্য করবে।’
দেশের হয়ে খেলার জন্য ৫ থেকে ১৫ মে আইপিএলে থাকার সুযোগ নেই লিটনের। আইপিএলের জন্য এই ক্রিকেটারের ছুটি দুই দিন বাড়ানো প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই দিন ছুটি বাড়িয়ে নিয়েছে, মুস্তাফিজ সময় মত যোগ দেবে। এছাড়া সহকারী কোচ নিক পোথাস যোগ দেবে ইংল্যান্ডে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০