নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এবারের আইপিএলে বাংলাদেশের তিন তারকা ক্রিকেটারকে খেলতে দেখা যাবে। তবে আইপিএল শুরুর আগেই টাইগাররা ব্যস্ত হয়ে পড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ নিয়ে। আগামী ১৮ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের লড়াই।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় আইপিএলের জন্য সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানরা অনুমতি পাবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এগুলো নিয়ে এখনও ক্রিকেটারদের সঙ্গে কথা হয়নি তার। ক্রিকেটাররা অনাপত্তিপত্র চাইলে এই ব্যাপারে ভেবে দেখবে বোর্ড।
সাংবাদিকদের সাথে আলাপকালে পাপন বলেন, ‘এখনও অনেক দেরি। এগুলো নিয়ে কোনো কথা হলে তারপর বলবো। আগে কথাটা হোক, আসুক, শুনি তারপর না একটা সিদ্ধান্ত নিয়ে কথা বলা যাবে। এখন এগুলো নিয়ে আমি কথা শুনতেই রাজি না। এটাই আমি ওদেরকে বলেছি।’
পাপন আরো বলেন, ‘সাকিব এখনও কাউকে বলেনি কোনোটাতে অ্যাভেইলএবল না। আমি তো জানি অবশ্যই খেলবে। এনওসি যদি চায় তখন বলতে পারবো। আমি জোর করে চাওয়াবো? আপনারা যা বলছেন আমার তো মনে হয় এখন জোর করে তার কাছে থেকে আবেদন নিতে হবে এনওসির জন্য।’
আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ২০ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ও ২৩ মার্চ সিরিজের শেষ ম্যাচ খেলবে তামিম ইকবালের দল। এই সিরিজে অংশ নিতে রোববার সিলেট পৌঁছেছে আইরিশরা।
সিলেটে ওয়ানডের পর দু’দল লড়বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ২৭ মার্চ থেকে শুরু হবে ২০ ওভারের সিরিজের লড়াই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি হবে ২৯ ও ৩১ মার্চ। এই সিরিজটি হবে চট্টগ্রামে। এরপর ৪ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। টেস্টের ভেন্যু মিরপুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০