স্পোর্টস ডেস্ক:: শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর। ক্রিকেট বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এই লিগ শুরুর আগের দিন অধিনায়কদের ট্রফি উন্মোচন হয়েছে। আইপিএলে অংশ নেওয়া ১০ দলের সব অধিনায়কের উপস্থিত থাকার কথা ছিলো।
কিন্তুু ট্রফি উন্মোচনে আসেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। বাকী ৯ দলের অধিনায়ক ছিলেন ট্রফির সঙ্গে। মুম্বাইয়ের অধিনায়ক না আসায় সমালোচনার ঝড় বইছে ভারতে। অনেকেই বলছেন, রোহিত শর্মা কি আইপিএলের চেয়েও বড় হয়ে গেছেন?
আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার টুইটারে ট্রফির সঙ্গে অধিনায়কের একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে সব দলের অধিনায়ক থাকলেও ছিলেন না মুম্বাইয়ের রোহিত। এরপরই শুরু হয় সমালোচনা। আইপিএলের ইতিহাসে সেরা সাফল্য পাওয়া অধিনায়ক রোহিত। তিনি ৫টি শিরোপা জিতেছেন।
সবচেয়ে সফল অধিনায়কের অনুপস্থিতি নিয়ে অনেকেই সমালোচনা করছেন। কেউ প্রশ্ন তুলেছেন, ‘রোহিত শর্মা কোথায়?’ কেউ প্রশ্ন করছেন, ‘রোহিত শর্মা কি আইপিএলের চেয়ে বড়?’ কেউ খোঁচা দিয়ে বলছেন, মুম্বাইয়ের অধিনায়ক রোহিত টিকই ট্রফি হাতে দেখা যাবে?
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০