স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয়ে সুপার এইটে পৌঁছে গেল উইন্ডিজ। বৃহস্পতিবার সকালে ‘সি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিনিদাদে ১৩ রানে জিতেছে ক্যারিবিয়ানরা। ১৪৯ রানের পুঁজি গড়ে কিউইদের তারা থামিয়ে দিয়েছে ১৩৬ রানে।
উইন্ডিজের শুরুটা হয় বাজেভাবে। পাওয়ার প্লের মধ্যে ৪ উইকেট হারায় দলটি। তুলতে পারে মাত্র ২৩ রান। স্বাগতিকদের পঞ্চম উইকেট হারায় ৩০ রানে। সেখান থেকে দলের রানটা ১৪৯ পর্যন্ত একাই নিয়ে যান শেরফানে রাদারফোর্ড। ২ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার।
ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংসের রাদারফোর্ডের ৬৮ রানের ইনিংসের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে নিকোলাস পুরানের ব্যাট থেকে, তিনি করেছেন মাত্র ১৭ রান। শেষ দুই ওভারে একাই ব্যাট হাতে ৩৭ রান করেন রাদারফোর্ড। তাতে জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাদারফোর্ড বলেছেন এবারের আইপিএলে তার খেলতে না পারার কথা।
উইন্ডিজের মারকুটে ব্যাটার রাদারফোর্ড বলেন, ‘আইপিএলে আমি দুই মাস ছিলাম। ম্যাচ খেলার সুযোগ না হলেও নিজেকে প্রস্তুত করছিলাম। অনেক পরিশ্রম করেছি ও পরিকল্পনা অনুযায়ী খেলেছি। নিজের দক্ষতার ওপর আস্থা রেখেছি। এটাই ছিল মূল কথা। আজ যখন ব্যাটাররা আসা-যাওয়ার মাঝে ছিল তখনও নিজের ওপর ভরসা ছিল যে আমি পারব। আমি চেয়েছিলাম খেলাটা শেষ পর্যন্ত নিতে, টিকে থাকতে। ড্যারেন স্যামিও আমাকে এটা বলেছিল যে শেষ পর্যন্ত থেকো। উইকেটে থাকতে থাকতে মনে হয়েছে আমি ছন্দ পেয়েছি। এরপরই এমন ইনিংস খেলতে পারলাম’ আরও যোগ করেন তিনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post