আইপিএলের প্রতি ম্যাচে বিসিসিআই আয় চায় ১১২ কোটি টাকা

0
15

স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের অন্যতম অংশ। জনপ্রিয় এই লিগ থেকে আরো বেশি আয় করতে চায় বিসিসিআই। এবার দেশটির বোর্ড আইপিএলের প্রতি ম্যাচ থেকেই সম্প্রচার বাবত চায় ১১২ কোটি টাকা।

সম্প্রচার স্বত্ব থেকে আয়ের দিক দিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছনে ফেলতে চায় বিসিসিআই। এখন পর্যন্ত সম্প্রচার থেকে আয়ের দিক দিয়ে সবার উপরে আছে এনফএল। ম্যাচ প্রতি সম্প্রচার থেকে তাদের আয় হয় ১ কোটি ৭০ লাখ ডলার। ১ কোটি ১০ লাখ ডলার নিয়ে দ্বিতীয় স্থানে ইংলিশ প্রিমিয়ার লিগ। আইপিএল আগামি মৌসুম থেকে ১ কোটি ২০ ডলারে গেলে প্রিমিয়ার লিগকেও ছাড়িয়ে যাবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

বিসিসিআই আগামি মৌসুম থেকে ১ কোটি ২০ লাখ ডলার নুন্যতম ফি ধরেছে। তার মানে আগামি মৌসুম থেকে আইপিএলের ম্যাচ সম্প্রচার করতে হলে সম্প্রচারকদেরকে প্রতি ম্যাচে বিসিসিআইকে কমপক্ষে ১ কোটি ২০ লাখ ডলার দিতে হবে। বাংলাদেশী মুদ্রায় যা ১১২ কোটি টাকা।

২০১৭ সাল থেকে পাঁচ বছর আইপিএল সম্প্রচারের দায়িত্বে ছিলাে স্টার স্পোর্টস। ম্যাচ প্রতি ৯০ লাখ ডলার দিয়ে আসছিলো তারা। যা এতোদিন ক্রীড়া বিশ্বে সম্প্রচারে চতুর্থ স্থানে ছিলো। আগামিতে স্টার স্পোর্টস সম্প্রচার স্বত্ব কিনতে হলে কমপক্ষে ১ কোটি ২০ লাখ ডলার দিতে হবে ম্যাচ প্রতি।

বিসিসিআই সচিব জয় শাহ দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আইপিএলের প্রতি ম্যাচের জন্য সম্প্রচারকের কাছ থেকে ১ কোটি ২০ লাখ ডলার চেয়েছেন তারা। যা বৈশ্বিক পরিমন্ডলে ক্রিকেটের জন্য বড় এক অর্জন।

জয় শাহ বলেন, ‘এনএফএলে ম্যাচপ্রতি সম্প্রচারকের খরচ হয় ১ কোটি ৭০ লাখ ডলার। এটা খেলাধুলার যেকোনো লিগের জন্য সর্বোচ্চ। ১ কোটি ১০ লাখ টাকা আয় নিয়ে এরপর আছে ইপিএল। এমবিএলের খরচও এর কাছাকাছিই। আর আমরা শেষ পাঁচ বছরের চক্রে প্রতি আইপিএল ম্যাচ ৯০ লাখ ডলার পেয়েছি। এবার প্রতি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই ন্যুনতম ভিত্তি মূল্য নির্ধারণ করেছে ১ কোটি ২০ লাখ ডলার। তখন শুধু এনএফএলের পেছনে থাকব আমরা। বৈশ্বিক পরিমণ্ডলে এটা ক্রিকেটের জন্য বড় এক লাফ।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here