স্পোর্টস ডেস্কঃ চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টুর্নামেন্টের লিগ পর্বের সূচি আগেই ঘোষিত ছিল। তবে বাকি ছিল প্লে-অফ ও ফাইনালের সূচি। এবার সেই সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। দুই ভেন্যুতে হবে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল।
এবারের আইপিএলের প্লে-অফ ও ফাইনালের জন্য নির্ধারণ করা হয়েছে চেন্নাই ও আহমেদাবাদকে। এর মধ্যে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ও একমাত্র এলিমিনেটর ম্যাচটি হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হবে ২৩ মে। এরপর একমাত্র এলিমিনেটর ম্যাচটি হবে ২৪ মে।
আর আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৬ মে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ার। আর শিরোপা নির্ধারণী ম্যাচ ফাইনাল হবে ২৮ মে। এর আগে চলতি আসরের উদ্বোধনী ম্যাচও হয়েছিল আহমেদাবাদের।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদকে সবশেষ আইপিএলেও প্রাধান্য দেওয়া হয়েছিল। এর বাইরে ভারত জাতীয় দলের খেলার ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হয়। এমনকি চলতি বছর ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, ভারত-পাকিস্তান লড়াইসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এখানেই রাখার পরিকল্পনা চলছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা