আইপিএলের ফাইনালে বৃষ্টির শঙ্কা, আছে সুপার ওভার

0
137

স্পোর্টস ডেস্ক:: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের ফাইনালে বৃষ্টির শঙ্কা করা হচ্ছে। আজ রাত ৮টায় আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স আহমেদাবাদে মুখোমুখি হবে।

স্থানীয় আবহাওয়া অফিস জানাচ্ছে, সন্ধ্যার পর থেকে আবহাওয়া খারাপ হবে। দিনের রৌদ্রজ্বল তাপমাত্রা শেষে রাত হতেই কালো মেঘের শঙ্কা। সন্ধ্যায় ৬৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে।

এদিকে বৃষ্টি হলেও আজই আইপিএলের শিরোপা নিষ্পত্তি করতে হবে। কেননা এবারের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। যার কারণে বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলেও শিরোপা নির্ধারণ করতে হবে আয়োজকদের। সেক্ষেত্রে আম্পায়াররা কাট অফ টাইমে ম্যাচ মুরু করতে পারবেন। সেজন্য ১২টা ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে ম্যাচ শুরু করা না গেলে সুপার ওভারে যাবেন আম্পায়াররা। তবে আইপিএল গভর্নিং কাউন্সিল পরিস্থিতি বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে।

সুপার ওভারেও যদি ফাইনাল নির্ধারণ না করা যায় তবে পয়েন্ট টেবিলের শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেক্ষেত্রে কপাল খুলবে গুরজরাটের। ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ থেকে প্লে-অফে এসেছে দলটি। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান থেকে প্লে-অফে এসেছে চেন্নাই সুপার কিংস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here