আইপিএলের বেঞ্চ গরম করা ব্রেভিস পেলেন সুখবর

0
61

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত মাঠে নামা হয় নি ডেওয়াল্ড ব্রেভিসের। দক্ষিণ আফ্রিকার বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই ব্যাটারকে এখনো সুযোগ দেয় নি আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও গত আসরে কয়েক ম্যাচ খেলেছেন উঠতি এই ক্রিকেটার। মুম্বাই এবারের আসরে ৭ ম্যাচের কোনোটিতেই বাজিয়ে দেখেনি ব্রেভিসকে। তাঁর জায়গায় খেলছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া টিম ডেভিড।

আইপিএলে বেঞ্চে সময় পার করা ব্রেভিসকে সুখবর দিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আগামী জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রোটিয়া স্কোয়াডে আছেন ২০ ছুঁইছুঁই এই ব্যাটার। লঙ্কানদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি চারদিনের ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ইতোমধ্যে দ্বীপ দেশের সফর সূচি ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।

ব্রেভিস এখন পর্যন্ত মাত্র ৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। আর লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা আছে ৬ ম্যাচের। মূলত ভবিষ্যতের ভাবনায় তাঁকে সুযোগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে আসন্ন এই সিরিজে দলে ফেরানো হয়েছে জুবায়ের হামজাকেও। ডোপ কেলেঙ্কারিতে ৯ মাস নিষিদ্ধ ছিলেন এই ব্যাটার। এছাড়া ইতোমধ্যে টেস্ট খেলেছেন এমন ৮ ক্রিকেটার নিয়ে শ্রীলঙ্কায় আসছে দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ স্কোয়াড-

টনি ডি জর্জি (অধিনায়ক), করবিন বোশ, ম্যাথিউ ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, জুবায়ের হামজা, জর্ডান হারম্যান, শেপো মোরেকি, সেনুরান মুথুসামি, কিগান পিটারসেন, সিনেথেম্বা কেশিলে, লুথো সিপামলা, ট্রিস্তান স্টাবস, লিজার্দ উইলিয়ামস ও কাইল ভেরিইনে।

শ্রীলঙ্কা সফরে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সূচি- 

৪ জুন – প্রথম ওয়ানডে, ক্যান্ডি
৬ জুন – দ্বিতীয় ওয়ানডে, ক্যান্ডি
৮ জুন – তৃতীয় ওয়ানডে, ক্যান্ডি।

১২-১৫ জুন – প্রথম চারদিনের ম্যাচ, ডাম্বুলা
১৯-২২ জুন – দ্বিতীয় চারদিনের ম্যাচ, ডাম্বুলা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here