স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএলের অর্ধেক খেলা শেষ। আসরের বাকি অংশের জন্য সুযোগ পেলেন ইংল্যান্ডের বোলার ক্রিস জর্দান। মুম্বাই ইন্ডিয়ান্স ইংলিশ এই পেসারকে দলে নিয়েছে। রোববার এক বিবৃতিতে ডানহাতি এই পেসারকে দলে নেওয়ার খবর জানিয়েছে মুম্বাই।
জর্দান গত ডিসেম্বরের আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। যদিও এর আগে আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ, পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন এই ইংলিশ পেসার।
‘ডেথ ওভার’ স্পেশালিস্ট হিসেবে খ্যাতি আছে জর্দানের। মূলত মুম্বাই সার্ভিস পাচ্ছে না আরেক ইংলিশ পেসার জোফরা আর্চারের। দীর্ঘদিন থেকে চোটে ভুগছেন তিনি। ফলে বাধ্য হয়ে আসরের বাকি অংশের জন্য আর্চারের বদলি খুঁজে নিতে হয়েছে মুম্বাইকে।
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী জর্দান সর্বশেষ আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন। দলকে জিতিয়েছেন শিরোপা। গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। গত মাসে তিনি বাংলাদেশের বিপক্ষেও খেলেছেন টি-টোয়েন্টিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post