স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কিছু দিন আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথে তুলনা করতেন বিপিএলকে। তবে বোর্ড কর্তারা সেই দাবি থেকে সরেছেন। অনিয়ম, অব্যবস্থাপনায় বিপিএল এখন আলোচিত-সমালোচিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরুতে যতটা জৌলস ছড়িয়ে পথচলা শুরু করেছিলো, সেই আমেজ আর নেই।
বাংলাদেশ সফর করেছেন ভারতের সাবেক অধিনায়ক, ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। ঢাকায় তিনিও বিপিএল নিয়ে কথা বললেন। তবে জানিয়েছেন, আইপিএলের সঙ্গে তিনি বিপিএলকে তুলনা করতেচান না।
সৌরভ গাঙ্গুলী ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘আমার মতে, ফ্র্যাঞ্চাইজিভিত্তিকও থাকবে, আবার আন্তর্জাতিক ক্রিকেটও থাকবে। কারণ দেশের হয়ে খেলার মতো গর্ব তো কোনো কিছুতে নেই। আল্টিমেটলি যখন ক্যারিয়ার শেষ হবে, তখন ওটাই থেকে যাবে যে, বাংলাদেশ, ভারত বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের হয়ে কে কতটা খেলেছে। তো আমি মনে করি, দেশের হয়ে খেলা খুব গর্বের। আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও থাকবে।’
আইপিএলের সঙ্গে বিপিএলে তুলনা করবেন না জানিয়ে সৌরভ বলেন, ‘আইপিএল একটা ভিন্ন জায়গা। আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটারদের প্লেয়ার এভেইলেবিটি, ফাইনানশিয়াল বিষয়টা অনেক বেশি, বিস্তৃত। এনএফএলের পর বিশ্বের সবচেয়ে বড় লিগ আইপিএল। এতেই বোঝা যায়, আইপিএল আসলে কী? তো আমি তুলনা করতে চাই না। তোমাদের বিপিএলও ভালো হয়।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post