আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি এখন চাহাল

0
37

স্পোর্টস ডেস্কঃ যুজবেন্দ্র চাহাল গড়লেন নতুন এক রেকর্ড। আইপিএল ইতিহাসে তিনি এখন এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি। উইন্ডিজের তারকা ক্রিকেটার ডোয়াইন ব্রাভোকে টপকে রেকর্ড গড়লেন ভারতীয় এই স্পিনার। চাহাল ১৪২ ইনিংসে বল করে রেকর্ড নিজের নামে করেন।

ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভো ১৫৮ ইনিংসে বল করে ১৮৩টি উইকেট নিয়েছেন। এবার সেই রেকর্ড ছিনিয়ে নিলেন চাহাল। ব্র্যাভোর থেকে ১৬টি কম ইনিংসে বল করেই আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির রেকর্ড গড়েন এই লেগস্পিনার।

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ উইকেট শিকার করেন চাহাল। এই ম্যাচ দিয়ে রেকর্ডে নাম লেখান তিনি। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চাহাল-ব্রাভোর পরে আছেন পিয়ুশ চাওলা ও অমিত মিশ্র। ১৭৫ ইনিংসে চাওলার শিকার ১৭৪ উইকেট। মিশ্র ১৬০ ইনিংসে পেয়েছেন ১৭২ উইকেট।

পাঁচে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে ১৯৩ ইনিংসে ১৭১ উইকেট আছে। লাসিথ মালিঙ্গা (১৭০), ভুবনেশ্বর কুমার (১৬৩), সুনিল নারাইন (১৫৯), হরভজন সিং (১৫০) ও রবীন্দ্র জাদেজা (১৪৮) উইকেট উইকেট নিয়েছেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here