স্পোর্টস ডেস্কঃ আইপিএলে গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। ২০১৫ সালে মুম্বাইয়ের হয়েই আইপিএল যাত্রা শুরু হয় তার। ২০২২ সালে মেগা নিলামের আগে পর্যন্ত তিনি ছিলেন এই দলে। এরপর নতুন ঠিকানা গুজরাটে নাম লেখান পান্ডিয়া।
গুজরাটে নিজের প্রথম মৌসুমে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতেন হার্দিক। পরের মৌসুমেও দলকে ফাইনালে তোলেন এই অলরাউন্ডার। সেবার অবশ্য ফাইনালে চেন্নাইয়ের কাছে হারতে হয় তাদের। দুই মৌসুমে গুজরাটের হয়ে ৩০ ইনিংস ব্যাটিং করেছেন হার্দিক। যেখানে ৪১.৬৫ গড় এবং ১৩৩.৪৯ স্ট্রাইক রেটে করেন ৮৩৩ রান ও বল হাতে ৮.১ ইকনোমি রেটে নিয়েছেন ১১ উইকেট।
এদিকে হার্দিককে ছেড়ে দেওয়ায় নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে গুজরাটকে। ভারতের উঠতি তারকা শুভমান গিলকে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজিটি। গুজরাটের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেন, ‘শুধু ব্যাট হাতেই নয়, তাকে (গিল) আমরা নেতৃত্বের দিক থেকেও পরিণত হতে দেখেছি। মাঠের ভেতরে তার অবদান গুজরাটকে অদম্য শক্তিতে পরিণত করতে ভূমিকা রেখেছে।’
এদিকে গুজরাটের নেতৃত্ব পেয়ে গিল প্রতিক্রিয়ায় বলেছেন, ‘গুজরাটের অধিনায়কত্ব পেয়ে আমি অভিভূত এবং গর্বিত। এমন দারুণ একটি দল আমার নেতৃত্বে আস্থা রাখায় আমি ধন্যবাদ জানাই। আমরা দুটি অসাধারণ মৌসুম কাটিয়েছি। সামনেও রোমাঞ্চকর ব্র্যান্ডের ক্রিকেট খেলতে মুখিয়ে আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post