স্পোর্টস ডেস্কঃ রোববার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নেমেছিল রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। সেই ম্যাচে ৩ উইকেটে জিতেছে রাজস্থান। তবে দল হারলেও, নতুন মাইলফলক গড়েছেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
এই তারকা অলরাউন্ডার আইপিএলে অলরাউন্ডারদের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ৫০ উইকেটের মাইলফলকে নাম লিখিয়েছেন তিনি। ৫০ উইকেট পূরণ করে ফেলেছিলেন হার্দিক।
তবে ২ হাজার রান করতে বাকি ছিল ১৬ রান। রাজস্থানের বিপক্ষে ১৯ বলে ২৮ রানের ক্যামিও খেলে সেটিও পূরণ করে ফেলেন। ম্যাচে ১ উইকেট লাভ করেন। আইপিএলে ১১১ ম্যাচ খেলে হার্দিকের নামের পাশে এখন ২০১২ রান এবং ৫১ উইকেট। এতেই এলিট ক্লাবে চলে গেছেন হার্দিক।
এর আগে প্রথম ভারতীয় হিসেবে রবীন্দ্র জাদেজা এই মাইলফলকে নাম লেখান। তবে এর বাইরে বিদেশিরা এই মাইলফলকটিতে নাম লিখিয়েছেন। যেখানে আছেন শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও জ্যাক ক্যালিসের নাম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা