স্পোর্টস ডেস্কঃ নতুন পরিচয়ে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যাত্রা শুরু করছেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে যোগ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। কলকাতা ফ্র্যাঞ্চাইজি বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে দলে ফেরানোর খবর জানিয়েছে।
এক বার্তায় গম্ভীর বলেন, ‘আমি একেবারেই ইমোশনাল (আবেগপ্রবণ) লোক নই। খুব বেশি জিনিসে আমি প্রভাবিত হই না। কিন্তু এটা আলাদা বিষয়। যেখানে সবকিছুর সূত্রপাত হয়েছিল, সেখানেই ফিরে যাওয়া হচ্ছে। আবারও ওই বেগুনি এবং সোনালি জার্সি পরার কথা ভেবে আমার হৃদয়ে আগুন জ্বলছে। আমি শুধুমাত্র কেকেআরে ফিরে আসছি না। আমি সিটি অব জয়ে (কলকাতা) ফিরে আসছি। আমি ফিরে এসেছি। আমি ক্ষুধার্ত। আমি নম্বর ২৩ (কেকেআরে যে জার্সি পরতেন)। আমি কেকেআর।’
এদিকে কলকাতার সহ-মালিক শাহরুখ খান বলেন, ‘গৌতম সবসময়ই এই পরিবারের সদস্য ছিল এবং এখানে আমাদের অধিনায়ক ঘরে ফিরছে নতুনভাবে মেন্টরের দায়িত্ব নিয়ে। তাকে আমরা অনেক মিস করেছি এবং এখন আমরা চান্দু (চন্দ্রকান্ত পণ্ডিত) স্যার এবং গৌতমের দিকে তাকিয়ে আছি দলের মাঝে হার না মানা এবং স্পোর্টসম্যানশিপের মানসিকতা ফিরিয়ে আনার জন্য। এভাবেই টিম কেকেআরের সাথে জাদুকরী মুহূর্ত তৈরি করা যাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post