স্পোর্টস ডেস্কঃ শুভমান গিলের সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল গুজরাট টাইটান্স। সোমবার আগে ব্যাট করা হার্দিক পান্ডিয়ার দল পায় ১৮৮ রানের পুঁজি। ৫৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন গিল। গুজরাট ওপেনারের ইনিংসটি গড়া ১৩ চার ও এক ছক্কায়। টি-টোয়েন্টিতে এটি তাঁর তৃতীয় সেঞ্চুরি, আইপিএলের মঞ্চে প্রথম।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৮ সালে আইপিএল অভিষেক হয় গিলের। সে বছরের ১৪ এপ্রিল ইডেন গার্ডেনসে হায়দ্রাবাদের বিপক্ষেই তিনি আইপিএল ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলেন। ৫ বছর পর সেই দলের বিপক্ষেই পেলেন আইপিএলের প্রথম সেঞ্চুরি। যার কারণে রোমাঞ্চিত গিল। গত রাতে অসাধারণ সেঞ্চুরির সুবাদে তিনি জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
পুরস্কার নেওয়ার সময় গিল বলেন, ‘সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আমার আইপিএল অভিষেক হয়েছিল, আজ (কাল) সে দলের বিপক্ষেই প্রথম সেঞ্চুরি পেলাম। এটা জীবনের একটা বৃত্ত পূরণ করল। আশা করি সামনে আরও সেঞ্চুরি আসবে। তবে আমি নিজের খেলা ইনিংস নিয়ে খুব বেশি ভাবি না। যেটা প্রয়োজন, সেটাতেই ফোকাস করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post