স্পোর্টস ডেস্ক:: আইপিএলের দামি খেলোয়াড়দের একজন তিনি। তাকে কিনতে ১৬ কোটি ২৫ লাখ রুপি খরচ করতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। অথচ এই দামি ক্রিকেটারের মাত্র দুই ম্যাচ খেলেছেন। তাতে বল হাতে উইকেটের দেখা পাননি। ব্যাট হাতেও সফল নন।
চেন্নাই সুপার কিংসের বেন স্টোকস সোয়া ১৬ কোটি রুপির বদলে দলকে দিয়েছেন মাত্র ১৫ রান। ইংল্যান্ডের অধিনায়ককে অনেক প্রত্যাশা নিয়েই দলে নিয়েছিলো ফ্র্যাঞ্চাইজিটি। পুরো মৌসুমের জন্য এই ক্রিকেটারকে কিনে দলটি পেয়েছে মাত্র দুই ম্যাচ। ইনজুরির জন্য মিস করেছেন প্রায় সব ম্যাচই।
পায়ের আঙুলের চোটে মাত্র দুই ম্যাচ খেলেই আইপিএল থেকে ফিরতে হচ্ছে তাকে। দুই ম্যাচের দু’টিই দলের জন্য কিছুই করতে পারেননি। গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাট হাতে মাত্র ৭ রান করেছেন। চোটের জন্য বলও করেননি। দ্বিতীয় ম্যাচ খেলেছেন লখনৌ জুপার জায়ান্টসের বিপক্ষে। ব্যাট হাতে ৮ রান করলেও বল হাতে ১৮ রান দিয়ে থেকেছেন উইকেট শুন্য।
ক্রিকইনফো জানিয়েছে, আইপিএলের গ্রুপ পর্ব শেষ হলেই স্টোকস চলে যাবেন ইংল্যান্ডে। ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের জন্য যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলেবে ইংলিশরা। সেই ম্যাচেও থাকবেন ইংলিশ অধিনায়ক
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post