স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই ভারত দলের সাথে সম্পর্ক ছিন্ন হয় রাহুল দ্রাবিড়ের। এখন আপাতত কোনো কাজ নেই হাতে। তবে কাজের অফার ঠিকই পাচ্ছেন তিনি। জোর গুঞ্জন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একাধিক দলের পক্ষ থেকে অফার করা হয়েছে দ্রাবিড়কে। তবে সবচেয়ে বড় অফার এসেছে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেই। একইসাথে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি জোর দিয়েই দ্রাবিড়কে নিজেদের করে নিতে চাইছে।
সবশেষ আইপিএলে শিরোপা জেতা কেকেআরের মেন্টর পদে দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। বলা হচ্ছে, তার মাস্টারমাইন্ড গেমের কারণে এই শিরোপা জিততে পেরেছে কেকআর। তবে আইপিএল শেষেই তাকে ভারত দলের প্রধান কোচের পদের জন্য নিয়োগ দেওয়া আলোচনায় এসেছে। সব ঠিক থাকলে, দ্রাবিড়ের পর গম্ভীরই হচ্ছেন ভারতের কোচ। সেক্ষেত্রে ফাঁকা হচ্ছে কেকেআরের মেন্টর পদ।
আর পদটির জন্যই সদ্য ভারতকে জেতানো রাহুল দ্রাবিড়কে চায় কেকেআর। এক প্রকার ভারত দলের সাথে কোচ বা মেন্টর অদলবদলের মতো হয়ে গেছে বিষয়টি। প্রয়োজনে প্রধান কোচের পদও নিতে পারেন দ্রাবিড়। ভারতীয় গণমাধ্যমের মতে, ২০২৫ আইপিএলে রাহুল দ্রাবিড়কে পাওয়ার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও অফার করা হয়েছে। সেটা ভারত জাতীয় দলের থেকেও বেশি। ভারতের কোচ থাকাকালীন ১২ কোটি রুপি বেতন পেতেন দ্রাবিড়। তাই কেকেআরে নিঃসন্দেহে সেটা থেকেই বেশি হবে। যদিও আনুষ্ঠানিকভাবে এসব নিয়ে কোনো মন্তব্য করা হয়নি কেকেআরের পক্ষ থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post