স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হতে বাকি নেই আর এক মাসও। তবে এর আগে নতুন দুঃসংবাদ শুনলো মুম্বাই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ার তারকা পেসার ঝাই রিচার্ডসনকে আসন্ন মৌসুমে পাচ্ছে না আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজিটি।
ইনজুরির কারণে এবারের আইপিএলে খেলতে পারবেন না রিচার্ডসন। বিষয়টি এই অজি পেসার নিজেই নিশ্চিত করেছেন। মূলত হ্যামিস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠতে অপারেশনের টেবিলে যেতে হচ্ছে রিচার্ডসনকে। দীর্ঘ মেয়াদে সুফল পেতেই সেই অস্ত্রোপচার।
যার ফলে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন রিচার্ডসন। খেলতে পারবেন না আইপিএলেও। অনিশ্চিত অ্যাশেজ সিরিজেও। সবশেষ বিগ ব্যাশে মাঠে নামতে পেরেছিলেন। এরপর আর খেলা হয়নি। চোট কাটিয়ে গেল সপ্তাহে মাঠে ফেরার কথা থাকলেও, আপাতত সেটা আর সম্ভব হচ্ছে না।
এক টুইট বার্তায় রিচার্ডসন লেখেন, ‘ফ্যাক্ট এটাই যে, ইনজুরি ক্রিকেটের বড় অংশ। আমি হতাশ এটি নিয়ে। কিন্তু এখন আমি এমন পরিস্থিতিতে রয়েছে, যেখান থেকে আমি ফিরতে পারব যেটা আমি করতে ভালোবাসি (ক্রিকেট খেলা)। এবং আগের চেয়ে ভালো খেলোয়াড় হতেও কঠোর পরিশ্রম করতে পারি। এক ধাপ পিছিয়ে গেল, দুই ধাপ সামনে এগোনোর সুযোগ। এটিই করতে হবে।’
সবশেষ আইপিএলে পাঞ্জাব কিংস দলে থাকলেও, খেলা হয়নি রিচার্ডসনের। এবারও তিনি খেলতে পারবেন না। টানা দুই আইপিএল মৌসুম মিস করতে যাচ্ছেন ইনজুরির। এর আগেও একবার কাঁধের বড় ধরনের ইনজুরিতে অপারেশনের টেবিলে যেতে হয়েছিল রিচার্ডসনকে। সেবার ওয়ানডে বিশ্বকাপ, অ্যাশেজের মতো সিরিজ মিস করেছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post