স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্যাম বিলিংস। এক টূইট বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান এই উইকেটরক্ষক ব্যাটার। মূলত লঙ্গার ভার্সন ক্রিকেটে সময় দিতেই এই সিদ্ধান্ত।
আইপিএলের গেল মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন বিলিংস। এবারও সেখানে খেলার ধারণা করা হচ্ছিল। তবে একদিন আগে গুজরাট টাইটান্স থেকে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে দলে ভেড়ানোয় বিলিংসের দলে থাকা নিয়ে সংশয় দেখা দেয়।
এর মধ্যেই বিলিংস জানালেন, আইপিএলের আগামী আসরে খেলছেন না তিনি। এই সময় কাউন্টি ক্রিকেটে খেলবেন। গ্রীস্মকালে কেন্টের হয়ে মাঠে নামবেন। তবে না খেললেও, আইপিএলের প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন ভবিষ্যতে আবারও ফিরতে পারেন আইপিএলে।
বিলিংস বলেন, ‘কলকাতার হয়ে আগামী আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ইংল্যান্ডে গ্রীস্মকালীন মৌসুমে দীর্ঘ ভার্সনের ক্রিকেট খেলায় মনযোগ দিচ্ছি। সুযোগ দেয়ার জন্য কলকাতাকে অনেক ধন্যবাদ। প্রতি মূহুর্তই উপভোগ করেছি। দারুণ এক ফ্র্যাঞ্চাইজি, অত্যন্ত ভালো ম্যানেজম্যান্ট। আশা করছি ভবিষ্যতে আবার দেখা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা